রাজধানীর ডেমরায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। দূরসম্পর্কের এক চাচাতো ভাইয়ের সাথে দেখা করতে গেলে সে তার বন্ধুদের নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৭ মার্চ) মধ্যরাতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেছে, তিনি এখনও বেশ অসুস্থ। এখনও ভুক্তভোগীর পরিবারের কারো সাথে যোগাযোগ করা যায়নি।
জানা গেছে, গতকাল দুপুরে ভুক্তভোগীর দূরসম্পর্কের চাচাতো ভাই তামজিদ হোসেন আদর তাকে মোবাইল ফোনে ডেকে ডেমরা স্টাফ কোয়ার্টারে নিয়ে যায়। সেখানে অজ্ঞাত বাসায় নিয়ে তামজিদ তার তিন বন্ধুসহ মেয়েটিকে ধর্ষণ করে। পরে দুজন পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে নিয়ে যায়।
/এডব্লিউ
Leave a reply