সর্বকালের সেরা অন্যতম লেগ স্পিন জাদুকর শেন ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠিত হবে ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
নির্দিষ্ট কোনো তারিখ নিশ্চিত না করলেও আগামী দুই সপ্তাহের মধ্যে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেন ওয়ার্নের ম্যানেজার জেমস আর্সকিন।
এই লেগ স্পিনারের শেষকৃত্য অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং ভিক্টোরিয়ার রাজ্যপ্রধান ড্যানিয়েল অ্যান্ড্রিউজও উপস্থিত থাকবেন। পাশাপাশি এমসিজিতে সেদিন এক লাখ লোকের উপস্থিতির ব্যবস্থা করা হচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার (৪ মার্চ) কো সামুই দ্বীপের একটি প্রাইভেট ভিলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়ার্ন। তার ঘরে গিয়ে তাকে অচেতন অবস্থায় পেলে প্রায় ২০ মিনিট ধরে সিপিআর দেন বন্ধুরা। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এদিকে ১৯৯২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪৫ টেস্ট খেলে ৭০৮টি উইকেট দখল করেন ওয়ার্ন আর ১৯৪ ওয়ানডেতে নিয়েছেন ২৯৩টি উইকেট। টেস্টে ব্যাট হাতে করেছেন ৩ হাজার ১৫৪ রান এবং ওয়ানডেতে করেছেন ১ হাজার ১৮ রান।
আরও পড়ুন: শেন ওয়ার্নের মৃত্যুর আসল কারণ জানা গেল ময়নাতদন্ত রিপোর্টে
ইউএইচ/
Leave a reply