ইউক্রেনে ৫ মিলিয়ন ইউয়ান সহায়তা পাঠালো চীন

|

সাংবাদিকদের উদ্দেশে কথা বলছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান

ইউক্রেনে বিদ্যমান মানবিক বিপর্যয় ও যুদ্ধ পরিস্থিতিতে দেশটির সাধারণ মানুষের প্রতি সহানুভূতি জানিয়ে ৫০ লাখ ইউয়ান বা ৭ লাখ ৯১ হাজার ডলারের সহায়তা পাঠিয়েছে চায়না রেডক্রস। স্থানীয় সময় বুধবার দুপুরে এ সহায়তার প্রথম ব্যাচ ইউক্রেনের উদ্দেশে বেইজিং ছেড়েছে বলে জানা গেছে। খবর রয়টার্সের।

বুধবার (৯ মার্চ) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় সহায়তা পাঠানোর তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে, মঙ্গলবার (৮ মার্চ) ইউক্রেনের পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যা দিয়ে দেশটিতে সহায়তা পাঠানোর ঘোষণা দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, চীনের রেড ক্রস ইউক্রেনকে এ মানবিক সহায়তা দেবে। ঝাও লিজিয়ান আরও বলেন, ইউক্রেনের অনুরোধেই খাদ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীসহ এ সহায়তা পাঠাচ্ছে বেইজিং। যত দ্রুত সম্ভব ইউক্রেনীয় রেডক্রসের কাছে এসব সহায়তা পৌঁছে দেয়া হবে বলেও জানান তিনি।

সম্প্রতি, ইউক্রেন পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শুলৎজের সাথে এক ভার্চুয়াল আলোচনায় শি জিনপিং বলেন, পরিস্থিতি যেন কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় সেদিকে খেয়াল রাখা উচিত। রাশিয়া এবং ইউক্রেনের শান্তি আলোচনাকে এই তিন দেশের যৌথভাবে সমর্থন করা উচিত ব বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, এখন পর্যন্ত ইউক্রেনে রুশ অভিযানের কোনো আনুষ্ঠানিক নিন্দা জানায়নি বেইজিং। এমনকি রাশিয়ার অভিযানকে আগ্রাসন হিসেবে উল্লেখ করতেও অস্বীকৃতি জানিয়ে আসছে দেশটি।


/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply