শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে যমুনা টেলিভশন কার্যালয় পরিদর্শন করেছেন বিমানবাহিনীর ১১৯ নম্বর জুনিয়র কমান্ড এন্ড স্টাফ কোর্সের (জেসিএসসি) কর্মকর্তারা। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে কোর্সের দেশি-বিদেশি কর্মকর্তারা যমুনা টেলিভিশনের প্রধান কার্যালয় পরিদর্শন করেন।
সিআই ও অন্যান্য ডিএস’সহ ২৪ জন কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন যাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি কর্মকর্তা, দু’জন নাইজেরিয়ান এয়ারফোর্স কর্মকর্তা। এছাড়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও সুদান এয়ারফোর্সের একজন করে কর্মকর্তা এই দলে ছিলেন। ১১৯ জুনিয়র কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সের কর্মকর্তারা যমুনা টেলিভিশনের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন ও একটি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলের বিভিন্ন দায়িত্ব ও কার্যপ্রণালী সম্পর্কে ধারণা নেন।
যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদের উপস্থিতিতে যুগ্ন প্রধান বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি মোহসীন-উল হাকিমসহ বিভিন্ন বিভাগের প্রধানরা পরিদর্শনকারী দলটিকে টেলিভিশন চ্যানেলের বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে প্রাথমিক ধারণা দেন।
Leave a reply