বর্তমান প্রজন্মকে যেভাবে শ্রেণিকক্ষে পাঠদান করা হচ্ছে তাতে আগামী দিনে জেন্ডার বৈষম্য কমে আসবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে আয়োজিত টেকসই উন্নয়নের জন্য জেন্ডার সমতা শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। এসময় অসাম্প্রদায়িক রাজনীতির চর্চার মাধ্যমে নারী প্রগতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
এসময় মন্ত্রী আরও বলেন, বর্তমান শিক্ষাক্রমে প্রতিটি শ্রেণিতেই জেন্ডার সমতা নিয়ে পড়ানো হচ্ছে। তবে জেন্ডার বৈষম্য কমাতে হলে নারীকেও তার শক্তি ও সামর্থ্য সম্পর্কে সচেতন হয়ে সমাজের পুরুষতান্ত্রিকতাকে মোকাবেলা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
/এডব্লিউ
Leave a reply