ভোজ্য তেলের বাড়তি দাম নিয়ে ১৫ দিনে আনুমানিক প্রায় ১ হাজার কোটি টাকা তুলে নেয়া হয়েছে বলে জানান ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। বাজার থেকে এই ১ হাজার কোটি টাকা কারা তুলে নিয়েছে সেই উত্তর জানতে চায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (৯ মার্চ) ভোক্তা অধিদফতরের কেন্দ্রীয় কার্যালয়ে মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামানের সভাপতিত্বে ‘ভোজ্য তেলের মিল মালিকগণ ও বাজার ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময়’ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তিনি এই কথা বলেন।
ভোজ্য তেলের আমদানিকারক বা সরবরাহকারী মিল মালিকদের আমদানি তথ্য, মিলের মজুত ও সরবরাহ হিসাব মিলিয়ে দেখবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সংস্থাটির পরিচালক মঞ্জুর মোরশেদ শাহরিয়ারের নেতৃত্বে অন্যান্য সংস্থার সদস্যদের নিয়ে দু’একদিনের মধ্যে এ কার্যক্রম শুরু হবে।
/এনএএস
Leave a reply