চলমান ইউক্রেন-রাশিয়া সংঘর্ষে অনেক জটিলতার সম্মুখীন হতে হচ্ছে রাশিয়াকে। একের পর এক নিষেধাজ্ঞার খড়গ নেমে আসছে তাদের ওপর। জ্বালানি, প্রযুক্তি, ব্যাংকিং লেনদেন সব কিছুতেই পুতিন সরকারকে বিশ্ব থেকে বিছিন্ন করতে চেষ্টার কমতি রাখেনি বাইডেন। নতুন করে ক্রেমলিনের উপর নিষেধাজ্ঞা দিলো ইউনিলিভার।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় ব্রিটিশ ভোক্তা পণ্য জায়ান্ট ইউনিলিভারের শেকড়টা বেশ পুরনো। দীর্ঘ ৩০ বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। ইউক্রেনে হামলার জেরে কোনো ইউরোপীয় খাদ্য কোম্পানির এটিই প্রথম নিষেধাজ্ঞা। পাশাপাশি ঘোষণা দিয়েছে ইউক্রেনে ৫ মিলিয়ন ডলারের খাদ্য সহায়তারও।
এর আগে, রাশিয়ায় ব্যবসায়িক কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়ে পেপসি জানায়, রাশিয়ায় সেভেন আপ ও মিরিন্ডা বিক্রি করবে না তারা। তবে চালু থাকবে প্রতিষ্ঠানটির শিশু খাদ্য সরবরাহ। অপরদিকে ইউক্রেনে রুশ হামলার দিকে ইঙ্গিত করে এক বিবৃতিতে কোকাকোলা জানায়, ইউক্রেনে এই মর্মান্তিক ঘটনার অযৌক্তিক প্রভাব যেসব মানুষ সহ্য করছেন, আমরা তাদের পাশে আছি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।
/এনএএস
Leave a reply