লেগ স্পিন শব্দটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। সকল লেগ স্পিনারদের আদর্শ হয়ে উঠছিলেন বল অফ দ্য সেঞ্চুরির এই শিল্পী। মাত্র ৫২ বছর বয়সে সেই ওয়ার্নিকে হারিয়ে শোকে কাতর ক্রিকেট বিশ্ব। সাথে আলোচনায় এসেছে ওয়ার্নের অনিয়ন্ত্রিত জীবনের নানা গল্প। কিন্তু শুধু কী নেতিবাচক কর্মকাণ্ডই? প্রশংসা পাওয়ার মতো অসংখ্য কাজও তো করেছেন এই তারকা লেগ স্পিনার।
করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে অস্ট্রেলিয়ার পার্থ শহরের উত্তরের দিকের একটি হাসপাতাল থেকে চিকিৎসা সামগ্রী চুরি করার ঘটনায় ব্যথিত হন ওয়ার্ন। অনুভব করেন চিকিৎসা সামগ্রীর প্রয়োজনীয়তা। তাইতো নিজের মদের কারখানা রূপান্তরিত করেন হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের কাজে।
আরও পড়ুন: ওয়ার্নের মৃত্যুর কারণ হিসেবে যা বলেছেন তার সাবেক চিকিৎসক
নিজের মদ উৎপাদনকারী প্রতিষ্ঠানে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করে ২টি অস্ট্রেলিয়ান হাসপাতালে সর্বনিম্ন মূল্যে সরবরাহ করতেন শেন কিথ ওয়ার্ন। যে ঘটনা তখন নিজেই জানিয়েছিলেন।
ওয়ার্ন তখন বলেছিলেন, আমার কোম্পানি সেভেন জিরো এইটে এই কাজটি করে আমি গর্বিত। এখন অস্ট্রেলিয়ানদের জন্য একটি চ্যালেঞ্জিং সময় এবং আমাদের সবাইকে করোনার বিরুদ্ধে লড়াই করতে। জীবন বাঁচাতে সাহায্য করার জন্য যা করতে পারি তা করতে হবে।
জেডআই/
Leave a reply