সিইসির প্রতি আদালত অবমাননার রুল

|

হাইকোর্টের আদেশের পরও রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন না দেয়ায় প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদার বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি। মামলায় সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার কারণে শাস্তিমূলক ব্যবস্থা চাওয়া হয়।

মামলাটির বাদীপক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে, রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন চেয়ে গণসংহতি আন্দোলনের করা মামলায় উচ্চ আদালত ২০১৯ সালের ১১ এপ্রিল রায় প্রদান করেন। তাতে বলা হয়েছে, রায়ের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে নিবন্ধন সংক্রান্ত যে আইনি প্রক্রিয়া আছে তা সম্পন্ন করে দলটিকে নিবন্ধন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত দিতে। কিন্তু দুই বছরের অধিক সময় পেরিয়ে গেলেও এ নিয়ে সিদ্ধান্ত জানায়নি ইসি। গত অক্টোবরে এ বিষয়ে ইসিতে আদালত অবমাননার নোটিশও পাঠানো হয়। এরপরও ইসি কোনো ব্যবস্থা না নেয়ায় হাইকোর্টর সংশ্লিষ্ট শাখায় মামলাটি করা হয়।

আরও জানা যায়, নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল নিয়োগ পাওয়ায় আবেদনটি সংশোধন করা হয়। হাইকোর্টের রায়ের নির্দেশনা অমান্য করায় কেন সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। চার সপ্তাহের মধ্যে সিইসিকে রুলের জবাব দিতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply