সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক যুগ আগে আমরা যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, এখন তা বাস্তবে পরিণত হয়েছে। আমি এজন্য আপনাদের আমাদের অংশীদার হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুই দেশের ব্যবসায়ীদের আয়োজিত যৌথ ব্যবসা পরিষদে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে আরব আমিরাতের ব্যবসায়ীদের বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের অর্থনৈতিক বাজার এখন উন্নত বেসরকারি ইকুইটি ও ফিনটেক সমাধান দিতে প্রস্তুত রয়েছে।
বক্তব্যে প্রধানমন্ত্রী বিদেশী বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। বলেন, আমি আপনাদের সবাইকে নিশ্চয়তা দিচ্ছি, বাংলাদেশ এখন বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষনীয় সুযোগ লাভের দেশ। ভূ-কৌশলগতভাবে বাংলাদেশের অবস্থান চমৎকার এবং সকল প্রধান আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ রুটের সাথে সরাসরি যুক্ত বলেও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের নীতি হচ্ছে, সকলের সাথে মিত্রতা। কারো সাথে বৈরিতা নয়। এই নীতিই আমাদেরকে মুক্তবাজার বাণিজ্য এবং একটি স্বাধীন অর্থনীতির সকল প্রতিবন্ধকতা থেকে পৃথক করে রেখেছে। আজকের বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ তৈরি পোশাক উৎপাদনকারী দেশ।
পরে দু’দেশের মধ্যে জয়েন্ট বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠার জন্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি এবং ইউএই চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির মধ্যে একটি সমঝোতা স্বারক সাক্ষরিত হয়।
প্রসঙ্গত, পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ মার্চ) বিকেল সোয়া ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশটির উদ্দেশে রওনা হন তিনি। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে শেখ হাসিনার এ সফর।
/এমএন
Leave a reply