খারকিভের পথে প্রান্তরে পড়ে আছে অবিস্ফোরিত রকেট আর বোমার টুকরা

|

রুশ অভিযানে বিধ্বস্ত খারকিভ। আপাতত হামলা বন্ধ হলেও স্থানীয়দের জন্য নতুন আতঙ্ক শহরের এখানে ওখানে পড়ে থাকা অবিস্ফোরিত রকেট আর বোমার টুকরা। সেগুলো উদ্ধারে মাঠে নেমেছে ইউক্রেনের বিশেষজ্ঞ দল। তাদের দাবি, উদ্ধার করা টুকরাগুলোর মধ্যে তারা রাশিয়ান স্মার্চ রকেট আর নিষিদ্ধ ক্লাস্টার বোমার অস্তিত্ব পেয়েছেন।

ঝুঁকি বিবেচনায় বোমার টুকরো বা খোসা অপসারণে কাজ করছে ইন্টাররিজিওনাল হিউম্যানিটারিয়ান ডিমাইনিং স্পেশালিস্টস। তারা জানায়, রুশ অভিযান শুরুর পর খারকিভের বাসিন্দাদের কাছ থেকে ৫শরও বেশি ফোন পেয়েছে বোমার বিষয়ে। উদ্ধারকৃত টুকরার বেশিরভাগ স্মার্চ ও উরাগান রকেট সিস্টেমের বলে জানান তারা। তারা বলছে, ধ্বংসস্তূপের মধ্যে অনেক বোমার অস্তিত্ব পাওয়া গেছে যা বিশ্বের শতাধিক দেশে ব্যবহার নিষিদ্ধ। এর মধ্যে রয়েছে ক্লাস্টার বোমা।

অবশ্য বিশ্বের ১১০টি দেশ ক্লাস্টার বোমার ব্যবহার নিষিদ্ধের চুক্তিতে স্বাক্ষর করলেও সে তালিকায় নেই রাশিয়া, এমনকি ইউক্রেনও।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply