ন্যাটোতে যোগ দিচ্ছে রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ড!

|

ছবি: সংগৃহীত।

যুগ যুগ ধরেই রাশিয়ার পক্ষে বা বিপক্ষে কখনো অবস্থান নেয়নি ফিনল্যান্ড। কিন্তু ইউক্রেনে রুশ আগ্রাসনের পর রাশিয়ার সাথে ১৩৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগ করা এই দেশের নিরপেক্ষ থাকার নীতিতে পরিবর্তন আসতে পারে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার ব্যাপারে ভাবছে দেশটি। খবর আল জাজিরা ও তাসনিম নিউজের।

বৃহস্পতিবার (১০ মার্চ) ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো বলেন, ন্যাটোতে যোগ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে ফিনল্যান্ড তার নিরাপত্তা নীতি নিয়ে ভাবছে। দেরি না করে সতর্কতার সাথে এই সিদ্ধান্ত বিবেচনা করবো আমরা।

এর আগের দিন বুধবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন বলেন, ন্যাটোতে যোগ দেয়ার জন্য কয়েকটি ধাপে জাতীয় জরিপ চালানো হবে।

এদিকে, একটি সম্প্রচার টেলিভিশনের জরিপে দেখা গেছে ফিনল্যান্ডের ৫৩ শতাংশ মানুষ ন্যাটোতে যোগ দেয়ার পক্ষে। যেখানে, পাঁচ বছর আগেও ন্যাটোতে যোগ দেয়ার ব্যাপারে দেশটির মাত্র ১৯ শতাংশ জনগণের সমর্থন ছিল। সংসদে বিষয়টি নিয়ে আলোচনা তোলার জন্য ১ সপ্তাহেরও কম ব্যবধানে ৫০ হাজার নাগরিক স্বাক্ষর করেছে।

জোনাস (৩০) নামে দেশটির রাজধানী হেলসিংকিতে বাস করা এক ব্যক্তি আল জাজিরাকে বলেন, আমি কখনো পূর্ব কিংবা পশ্চিমা শক্তির পক্ষে-বিপক্ষে অবস্থান নিতে চাইনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের অবশ্যই ন্যাটোর পক্ষে যাওয়া উচিত।

আরও পড়ুন: রাশিয়ার হয়ে লড়তে ইউক্রেন যাচ্ছেন আরব অঞ্চলের ১৬ হাজার স্বেচ্ছাসেবক!

গত ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী দেশ ইউক্রেনে রুশ বাহিনীকে আগ্রাসনের অনুমতি দেন পুতিন। কিয়েভের বর্তমান নেতাদের নব্য নাৎসি আখ্যা দিয়ে তাদের হঠাতে এই অভিযান শুরু করেন পুতিন। এবং অভিযানের নাম দেন ‘বিশেষ সামরিক অভিযান।’  যদিও অনেক বিশ্লেষকই বলছেন ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারে, এমন শঙ্কায় হামলা চালিয়েছে রাশিয়া।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply