হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুইটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
শুক্রবার (১১ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জের উলুকান্দি এলাকায় হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। পুলিশের পাশাপাশি খবর পেয়ে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
/এমএন
Leave a reply