আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষ্যে আখাউড়া স্থলবন্দরে বন্ধ আমদানি-রফতানি

|

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষ্যে শনিবার (১২ মার্চ) স্থলবন্দর দিয়ে সবধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

তবে এপথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে। আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, বিষয়টি ভারতের ব্যবসায়ী নেতাদের চিঠির মাধ্যমে আগেই জানানো হয়েছে। আগামীকাল সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্য পুনরায় শুরু হবে।

চিঠিতে বলা হয়েছে, শনিবার (১২ মার্চ) আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে আখাউড়া স্থলবন্দরের আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশন ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সম্মেলন প্রার্থী হয়েছেন। এ সম্মেলনে সাধারণ সম্পাদকের পক্ষে স্থলবন্দরের ব্যবসায়ী ও শ্রমিকেরা অংশগ্রহণ করবেন। এজন্য বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আখাউড়া কাস্টমস স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শাহ নোমান সিদ্দিকী বলেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের কারণে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ যমুনা টেলিভিশনকে জানান, স্থলবন্দরে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের পার্সপোটধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ ৯ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। সম্মেলনকে কেন্দ্র করে তোরণ, ব্যানার-ফেস্টুনে পৌরশহরকে সাজানো হয়েছে নতুন সাজে। চাঙ্গা অবস্থা বিরাজ করছে দলটির নেতাকর্মীদের মধ্যে।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। আজ অনুষ্ঠিতব্য সম্মেলনে সভাপতি হিসেবে বর্তমান উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদীনসহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গতকাল শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলার আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রস্তুতি কমিটির কো-চেয়ারম্যান মনির হোসেন বাবুল জানান, উপজেলা পরিষদ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে। এজন্য প্রায় ২০ হাজার নেতাকর্মীর বসার জন্য বিশাল প্যান্ডেল করা হয়েছে। সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি থাকবেন।

উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এছাড়া জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply