‘সরকারের কারণে সারাদেশে দুর্ভিক্ষ ছায়া বিস্তার করেছে’

|

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে মানুষ দিশেহারা। আওয়ামী লীগ সরকারের কারণে সারাদেশে দুর্ভিক্ষের ছায়া বিস্তার করেছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৩ মার্চ) সকালে নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে স্বেচ্ছাসেবক দল আয়োজিত শান্তিনগর কাঁচাবাজার এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে রুহুল কবির রিজভী আরও বলেন, সরকারের জবাবদিহির অভাবে জিনিসপত্রের দাম আকাশচুম্বি। মানুষ আধাপেট খেয়ে দিনযাপন করছে। প্রতিদিন টিসিবির ট্রাকের সামনে মানুষের লাইন দীর্ঘ হচ্ছে। এ সরকার সাধারণ মানুষের কথা চিন্তা না করে উন্নয়নের ধোয়া তুলে লুটপাটের টাকা বিদেশে পাচার করছে ক্ষমতাসীনরা।

নানা ইস্যুতে সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষকে বাঁচাতে সকলের ঐক্যবদ্ধ প্রতিরোধ প্রয়োজন। সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই নির্বাচন কমিশন মানি না। তাদের গ্রহণযোগ্যতা ও আইনি বৈধতা নেই। তাই তারা কী করলো না করলো তা আমলে নেয়ার কিছু সেই।

আরও পড়ুন: অবশিষ্ট বাকস্বাধীনতা কেড়ে নিতে নতুন নীতিমালা করছে সরকার: ফখরুল

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply