ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক এখন রোনালদো

|

ছবি: সংগৃহীত

টটেনহাম হটস্পারের বিরুদ্ধে দুর্দান্ত হ্যাটট্রিকে ৮০৫ গোলের রেকর্ড ছাড়িয়ে সর্বকালের সর্বোচ্চ গোলের মালিক হয়ে গেলেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ফিফার হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়তে গিয়ে জোসেফ বাইকানের করা ৮০৫ গোলকে ছাপিয়ে যান সিআরসেভেন। ম্যানচেস্টার ইউনাইটেড এই অসাধারণ রেকর্ডের মালিককে ‘অতিমানব’ হিসেবে অভিহিত করে টুইট করেছে।

ওল্ড ট্রাফোর্ডে টটেনহামের বিপক্ষে হ্যাটট্রিক করে নিজের গোল সংখ্যাকে ৮০৭ এ উন্নীত করেছেন রোনালদো। ক্যারিয়ারের ৫৯ তম হ্যাটট্রিক করে ইনস্ট্রাগ্রামে রোনালদো লেখেন, গোল করে দলকে জেতানোর মতো দারুণ ব্যাপার আর কিছুই হতে পারে না। আমরা আজ আবারও দেখিয়েছি যে, পরিশ্রম করলে যেকোনোদিন যেকোনো প্রতিপক্ষকে হারাতে পারি আমরা।

৩৭ বছর বয়সী এই গোলমেশিনের ভাণ্ডারে আছে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ (১৪০) এবং আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ (১১৫) গোলের রেকর্ড। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী সিআরসেভেন তার ক্লাব ক্যারিয়ার শুরু করেন স্পোর্টিং সিপির হয়ে। তারপর ২০০৩ সালে ম্যানইচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে খেলেন ৬ মৌসুম। তারপর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ৯ মৌসুমে ৪৩৮ ম্যাচে করেন ৪৫০ গোল।

আরও পড়ুন: ওল্ড ট্রাফোর্ডে ৩ উদযাপনে সংশয় উড়িয়ে দিলেন রোনালদো

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply