লিস্টারকে হারিয়ে চারে উঠে এলো আর্সেনাল

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটিকে ২০- গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে মিকেল আর্টেটার আর্সেনাল। টানা ৫ম জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন উজ্জ্বল করেছে গানাররা।

প্রিমিয়ার লিগে ক্লাব ইতিহাসের অন্যতম বাজে সূচনা ছিল এবার আর্সেনালের। কিন্তু মিকেল আর্টেটার অধীনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট টেবিলের চারে আসা গানাররা যেন সমালোচকদের একহাত নিলো। ওডেগার্ড, স্টিভ রোভ, মার্টিনেল্লি, সাকাদের দুর্দান্ত পাসিং ও প্রেসিং ফুটবলের জবাব ছিল না লিস্টারের কাছে। এমিরেটসে ম্যাচের ১১ মিনিটেই থমাস পার্টের হেডারে লিড নেয় গানাররা।

প্রথমার্ধের এক গোলের লিডকে ৫৯ মিনিটেই দ্বিগুণ করে আর্সেনাল। এবার পেনাল্টি থেকে স্কোরশিটে নাম তোলেন অবামেয়াং পরবর্তী আর্সেনালের প্রধান ফরোয়ার্ড আলেক্সান্ডার লাকাজেট। শেষ পর্যন্ত লেস্টার সিটি আর ম্যাচে ফিরতে না পারায় ২-০ গোলের জয় নিয়ে টেবিলের ৪র্থ স্থানে এসেছে গানাররা। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট আর্সেনালের। আর তিনে থাকা চেলসির পয়েন্ট ২৮ ম্যাচে ৫৯।

আরও পড়ুন: ৪ গোলের ধারায় ফিরলো বার্সেলোনা

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply