ইউক্রেন থেকে অবিলম্বে মার্কিনীদের চলে যাওয়ার নির্দেশ

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে থাকা মার্কিনদের অবিলম্বে দেশ ছাড়ার কথা বলেছে কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস। কিয়েভে যুক্তরাষ্ট্রের দূতাবাস তার দেশের নাগরিকদের সতর্ক করে নিরাপদ ভ্রমণ ও ভ্রমণপথের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে নাগরিকদের ইউক্রেন ছাড়তে বলেছে।

ইউক্রেনের মার্কিন দূতাবাসের এক টুইটে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের জনবহুল সড়ক, আচমকা রাশিয়ার হামলার মুখোমুখি এবং সড়ক ও সেতুর মতো অবকাঠামোগুলো ধ্বংসের ঝুঁকিতে আছে। এর আগে গত জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ছাড়া ইউক্রেনে ঠিক কতজন আমেরিকান অবস্থান করছেন, তার সঠিক হিসাব তাদের কাছে নেই।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply