ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের দাফন সম্পন্ন

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে জাহাজে রকেট হামলায় নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। বরগুনার বেতাগী উপজেলায় হোসনাবাদ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল দশটায় বাড়ির পেছনের মাঠে হাদিসুরের জানাজা হয়। অংশ নেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ হাজারো মানুষ।

গতরাত সাড়ে নয়টার দিকে হোসনাবাদ গ্রামে পৌঁছে হাদিসুরের মরদেহবাহী গাড়ি। তাকে শেষবারের মতো দেখতে ভিড় জমান শতশত মানুষ। পুরো এলাকায় শোকাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে ২৯ জন ক্রু নিয়ে অলভিয়া বন্দরে আটকা পড়ে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি। ২ মার্চ বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটের দিকে জাহাজে রকেট হামলায় নিহত হন থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। গতকাল তার মরদেহ দেশে আনা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply