বাংলাদেশ দলে নতুন ২ মুখ, ২৩ সদস্যের দল ঘোষণা

|

ছবি: সংগৃহীত

মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। দলে এসেছে নতুন দুই মুখ, মেরাজ হোসেন ও ফয়সাল।

২৩ সদস্যের স্কোয়াডে সবচেয়ে বেশি ১১ ফুটবলার ডাক পেয়েছে বসুন্ধরা কিংসের। আবাহনীর ৫ ফুটবলার আছেন স্কোয়াডে। ইনজুরির কারণে দলে নেই ডিফেন্ডার তপু বর্মণ। সেই সাথে স্কোয়াডে দীর্ঘদিন পর জায়গা পাননি স্বাদ উদ্দিন। তবে দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার নাসিরুল ইসলাম ও রায়হান হাসান। আর ইনজুরি কাটিয়ে ফিরেছেন নাবীব নেওয়াজ জীবন। দলে ডাক পেয়েছেন মোহামেডানে খেলা জাফর ইকবাল। তবে এবারও স্কোয়াডে রাখা হয়নি বাংলাদেশি নাগরিকত্ব নেয়া নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলেকে।

আগামী ২৪ মার্চ মালদ্বীপে প্রথম ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ার দল। এরপর সিলেটে মঙ্গোলিয়াকে আতিথ্য দেবে বাংলাদেশ। ১৮ মার্চ শুরু হবে বাংলাদেশ দলের ক্যাম্প।

আরও পড়ুন: ঢাকা প্রিমিয়ার লিগ: শুরুর আগেই বিতর্ক

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply