তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী। ১০ মিনিটের রাস্তা পেরোতে সময় কেটে যাচ্ছে দেড় ঘন্টারও বেশি। ১ ঘন্টা সময় হাতে নিয়ে বেরিয়েছিলেন যারা, যাত্রার মাঝামাঝি এসে তাদের কেটে গেছে ২ ঘন্টার ওপর।
মঙ্গলবার (১৫ মার্চ) রাজধানীজুড়ে ছিল তীব্র যানজট। দুপুরের দিকে টানা তিন ঘণ্টা স্তব্ধ হয়ে পরে নগরীর মূল সড়ক, লেন, অলি-গলি এমনকি বিকল্প সড়কগুলোও। প্রচণ্ড গরমে সড়কে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থেকে নাকাল নগরবাসী। অনেকে পায়ে হেঁটেও রওনা দেন গন্তব্যে।
মঙ্গলবার সকাল থেকেই থেমে থেমে চলছিল যানবহন। দুপুরের দিকে যখন কিছুটা খালি হওয়ার কথা ঠিক তখনই আরও উদ্ভট চেহারা নিয়ে উদয় হয় যানজট। দুপুর সাড়ে ১২ টা থেকে পৌনে ৩ টা পর্যন্ত স্তব্ধ ছিল রাজধানীর সড়ক, অলি-গলি, লেন সবকিছু। বেলা যত বেড়েছে তীব্র তাপদাহের সাথে পাল্লা দিয়ে বেড়েছে অসহনীয় যানজট। যানজটে নাকাল নারী-শিশু-বৃদ্ধরা ছিলেন এক শ্বাসরুদ্ধকর অবস্থায়। রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজার, রায় সাহেব বাজার, পল্টন, মতিঝিল, বেইলী রোড, বাড্ডা, রামপুরা এবং নতুন বাজার এলাকায় ছিল তীব্র যানজট। সেই সাথে নগরীর প্রাণকেন্দ্র ফার্মগেট, মোহাম্মদপুর, ধানমন্ডিসহ আশপাশের প্রায় সব এলাকাই যেন আটকে ছিল তীব্র যানজটে।
আজ ছিল মহামারির দুবছর পর পুরোদমে শ্রেণিকক্ষে পাঠদান শুরুর প্রথম দিন। শিক্ষার্থীদের অনেকেই রিকশা, কেউ শিক্ষা প্রতিষ্ঠানের অথবা ব্যক্তিগত গাড়িতে করে স্কুল-কলেজে যাওয়ায় সকাল থেকেই শুরু হয় যানজট।
/এসএইচ
Leave a reply