বাইডেন-ব্লিংকেনসহ শীর্ষ মার্কিন কর্মকর্তাদের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা আরোপ

|

ছবি: সংগৃহীত

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান মুখপাত্র প্রমুখের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। খবর ফিন্যানশিয়াল টাইমসের।

মঙ্গলবার (১৫ মার্চ) এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেনসহ শীর্ষ মার্কিন কর্মকর্তাদের ওপর এ নিষেধাজ্ঞার কথা জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ।

বিবৃতিতে লাভরভ জানান, নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বাইডেন পুত্র হানটার, সাবেক রাষ্ট্রপতি পদপ্রার্থী হিলারি ক্লিনটন, সিআইএ প্রধান উইলিয়াম বার্নস, হোয়াইট হাউসের প্রেস সেক্রেতারি জেন সাকি প্রমুখের ওপরও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। উল্লেখিত ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন সার্গেই লাভরভ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply