পাকিস্তানে ‘ভুল করে’ ছোড়া মিসাইল নিয়ে পার্লামেন্টে যা বললেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী

|

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি: সংগৃহীত।

ভারতের ভূখণ্ড থেকে একটি সুপারসনিক মিসাইল পাকিস্তানে আছড়ে পড়া নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। এ নিয়ে মঙ্গলবার (১৫ মার্চ) ভারতীয় পার্লামেন্টে একটি বিবৃতি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে তিনি বলেন, অসতর্কতাবশত ঘটে যাওয়া ওই ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এ বিষয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। খবর এনডিটিভির।

ঘটনাটি ‘ভুলবশত’ হয়েছে তা আগেই জানিয়েছে ভারত। এবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হয়ে পার্লামেন্টে এ নিয়ে রীতিমতো জবাবদিহিতা করতে হলো প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে। তিনি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত নির্ভরযোগ্য এবং নিরাপদ। গত ৯ মার্চ সন্ধ্যা ৭টায় ক্ষেপণাস্ত্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং পরিদর্শনের সময় অসতর্কতাবশত ওই দুর্ঘটনা ঘটেছিল। এর পরেই ওই ক্ষেপণাস্ত্র ঘাঁটির সুরক্ষা ও প্রযুক্তি ব্যবস্থা পরীক্ষা করা হয়েছে জানিয়ে রাজনাথ বলেন, আমরা সমরাস্ত্রের সুরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি।

প্রসঙ্গত, গত ৯ মার্চ সন্ধ্যায় সামরিক মহড়া চলাকালীন ভারতের হরিয়ানার সিরসা থেকে একটি সুপারসনিক মিসাইল গিয়ে আছড়ে পড়ে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে। তবে খবরটি প্রথম প্রকাশ করে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক। তারাই প্রথম একটি ভারতীয় মিসাইলের লক্ষ্যভ্রষ্ট হওয়ার খবর জানায়।

এরপর ভারত এ ঘটনাটিকে ‘প্রযুক্তিগত ত্রুটি’ ও ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে আখ্যা দিলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘অত্যাধুনিক প্রযুক্তি চালানোর দক্ষতা নেই ভারতীয় সেনাবাহিনীর’। এরপর বিষয়টি নিয়ে যৌথ তদন্তের দাবিও জানানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply