উত্তরায় ভাতিজার হাতে ফুপা খুন

|

ছবি: প্রতীকী

রাজধানীর উত্তরায় ফুপুর বাসায় বেড়াতে এসে ফুফাকে খুন করে পালিয়েছে ভাতিজা। মঙ্গলবার ব্যবসায়ী শামসুদ্দিন খানকে হত্যা করে ভাতিজা তানভীর।

দুপুরের দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ৮০ নম্বর বাড়ির ৫ তলায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে স্বজনরা শামসুদ্দিনকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, তানভীর তার দুই বন্ধুকে নিয়ে ফুপুর বাসায় বেড়াতে আসে। তানভীরের ফুফু তার নাতিনকে স্কুল থেকে আনার জন্য বের হন। তখন তানভীর ও তার বন্ধুরা বাসায় ছিল। তিনি নাতিনকে নিয়ে ফিরে আসলে অনেক ডাকাডাকির পর দরজা খুলে দিয়ে বেরিয়ে যায় তানভীর। পরে তিনি ঘরে গিয়ে দেখতে পান, স্বামী শামসুদ্দিন রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়েছে।

স্বজনরা জানান, হত্যাকাণ্ডের পর বাসা থেকে বেশ কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে। এর জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এদিকে, ঘটনার পরপরই ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন পুলিশ কর্মকর্তারা। তারা জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply