ইউক্রেনীয় সেনাদের ফেলে যাওয়া অস্ত্র বিদ্রোহীদের হাতে

|

ছবি: সংগৃহীত

বিভিন্ন এলাকায় পিছু হটা ইউক্রেনীয় সেনাদের ফেলে যাওয়া অস্ত্র, সামরিক যান দেশটির পূর্বাঞ্চলীয় বিদ্রোহীদের কাছে তুলে দিচ্ছে রুশ সেনারা। খবর ডেইলি মেইলের।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় এমন দৃশ্য। লুহানস্ক ও দোনেৎস্কের স্বাধীনতা অর্জনে এসব অস্ত্র কিয়েভের বিরুদ্ধেই ব্যবহার করতে চায় বিদ্রোহীরা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এই অস্ত্রগুলো ইউক্রেনিয়ান ন্যাশনালিস্ট ব্যাটালিয়ন ও টেরিটোরিয়াল ডিফেন্স ব্যাটালিয়নের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। যা তুলে দেয়া হয় লুহানস্ক ও দোনেৎস্কের বিদ্রোহীদের। অস্ত্রগুলো পরিচালনার বিষয়ে নির্দেশনাও দেয় রুশ সেনারা।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশপন্থী বিদ্রোহীরা বলছে, লুহানস্ক ও দোনেৎস্কের স্বাধীনতা অর্জনে এই অস্ত্রগুলো ব্যবহার করবো। উদ্ধার হওয়া অস্ত্রগুলো আমাদের দেয়ার জন্য কমরেডদের ধন্যবাদ। শত্রুপক্ষকে তাদের নিজেদের অস্ত্র দিয়েই ঘায়েল করবো।

উল্লেখ্য, ইউক্রেনে হামলা শুরুর ঠিক দু’দিন আগে লুহানস্ক ও দোনৎস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় রাশিয়া।
আরও পড়ুন: বাইডেন-ব্লিংকেনসহ শীর্ষ মার্কিন কর্মকর্তাদের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা আরোপ
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply