কিয়েভে অন্তত ৪টি বহুতল ভবনে মিসাইল হামলা

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে ৩৫ ঘণ্টার কারফিউ চলাকালেই হচ্ছে ভারি গোলাবর্ষণ। শহরজুড়ে চলছে রুশ ট্যাংক আর যুদ্ধবিমানের অভিযান।

প্রেসিডেন্সিয়াল ভবনের কাছাকাছি অন্তত চারটি গুরুত্বপূর্ণ এবং বহুতল স্থাপনায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। পশ্চিমাঞ্চলে ১৫ তলা একটি ভবনে কয়েক দফা মিসাইল হামলা চালানো হয়। এতে ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে শহর কর্তৃপক্ষ। দগ্ধ-আহত অবস্থায় উদ্ধার হয়েছেন আরও ৪৭ বাসিন্দা। খবর বার্তা সংস্থা এপির।

এছাড়া রাজধানীর মেট্রো স্টেশনেও রাতভর চলে গোলাবর্ষণ। কিয়েভের খুব কাছেই সামরিক অস্ত্রভাণ্ডার ছিল রুশ বাহিনীর হামলার টার্গেট। ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানায়নি কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শহরবাসীকে বাঙ্কার এবং নিরাপদ আশ্রয়স্থলে থাকার আহ্বান জানিয়েছেন কিয়েভের মেয়র।

এদিকে, অবরুদ্ধ বন্দর নগরী- মারিওপোলের একটি হাসপাতালে কমপক্ষে ৪০০ রোগী-চিকিৎসক ও কর্মীদের জিম্মি করে রেখেছে রুশ সেনাবহর। অভিযানের ২০তম দিনেও মানবিক করিডরের মাধ্যমে উদ্ধার করা গেছে কমপক্ষে ৩০ হাজার মানুষকে। দেশ ছেড়েছেন ৩০ লাখের বেশি ইউক্রেনীয়।
আরও পড়ুন: ইউক্রেনীয় সেনাদের ফেলে যাওয়া অস্ত্র বিদ্রোহীদের হাতে
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply