এখনই চাকরি ছাড়ুন। কয়েক মাস বেকার থাকা অবশ্যই আন্তর্জাতিক শাস্তির মুখে আজীবন পস্তানোর চেয়ে ভালো। রুশ কর্মকর্তাদের প্রতি এমন হুমকি ছুঁড়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কি।
বিবিসিতে প্রকাশিত হওয়া খবরে সিনিয়র রুশ কর্মকর্তা এবং গণমাধ্যম ব্যক্তিদের প্রতি সরাসরি পদত্যাগের আহ্বান জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট। সেই সাথে, নিজ নিজ অবস্থান থেকে ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যও রুশ অফিসিয়ালদের বলেছেন জেলেনস্কি। রাজধানী কিয়েভ থেকে মঙ্গলবার (১৫ মার্চ) রাতে পাঠানো এক ভিডিওবার্তায় তিনি বলেন, রাশিয়ান ফেডারেশনের সকল অফিসিয়ালের উচিত এই মুহূর্তেই পদত্যাগ করা।
ভোলদিমের জেলেনস্কি বলেন, আপনি যদি অফিসেই থেকে যান, যদি যুদ্ধের বিরুদ্ধে কথা না বলেন তবে আন্তর্জাতিক সম্প্রদায় সবকিছু থেকেই আপনাদের বঞ্চিত করবে। সারাজীবন যা উপার্জন করেছেন, তা এক মুহূর্তের ভুলে নস্যাৎ হয়ে যেতে পারে। প্রোপাগান্ডা সিস্টেমের প্রতিও একই কথা বলবো। রাশিয়ার শক্তির চতুর্থ স্তম্ভ হচ্ছে তাদের গণমাধ্যম। কিন্তু সেই প্রোপাগান্ডা তৈরির কাজই যারা করে যাচ্ছেন, আপনারাও পদত্যাগ করুন। চাকরি ছাড়ার চেয়ে এসব গুজব রটিয়ে গেলেই বরং নিজেদের ঝুঁকির মধ্যে ফেলবেন আপনারা।
আরও পড়ুন: পুতিন কি আসলেই ক্যানসারে আক্রান্ত?
এম ই/
Leave a reply