হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে, বাজারে কমছে দামও

|

হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বেড়েছে। সেই সাথে বৃদ্ধি পেয়েছে বেচা-কেনাও। প্রতিদিন আমদানি হচ্ছে ৩৫ থেকে ৪০ ট্রাক পেঁয়াজ। আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমতে শুরু করেছে বাজারে।

বন্দরের পাইকারী বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৭ থেকে ৯ টাকা কমে এখন মান ভেদে বিক্রি হচ্ছে ২২ থেকে ২৮ টাকায়। আর ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকায় এবং নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৮ টাকা দরে।

এদিকে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পাওয়ায় এবং দাম কমে আসায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারী ক্রেতারা হিলি বন্দরে আসতে শুরু করেছে। আমদানি স্বাভাবিক থাকলে পেঁয়াজের দাম স্থিতিশীল থাকবে বলে মনে করেন বন্দরের ব্যবসায়ীরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply