নিজেদের কর্মকাণ্ডে লাগাম টানার নিশ্চয়তার বিনিময়ে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর বা আইআরজিসি কে বিদেশি সন্ত্রাসী সংগঠনের কালো তালিকা থেকে বাদ দেয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপের বিনিময়ে তেহরানের কাছ থেকে কী প্রতিশ্রুতি নেয়া হবে, সে বিষয়ে ওয়াশিংটন এখনও কোনো সিদ্ধান্তে পৌছায়নি।
এর আগে, ২০১৯ সালে ইরানের রেভ্যুলুশনারি গার্ড বাহিনীকে কালো তালিকাভূক্ত করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পদক্ষেপের জন্য নিজ দলের ব্যাপক সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের সেই সিদ্ধান্তকে বাতিল করে রেভ্যুলুশনারি গার্ড বাহিনীকে কালো তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ওয়াশিংটন।
একাধিক সূত্রে জানা গেছে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি নিয়ে চলমান অনানুষ্ঠানিক আলোচনায় সর্বশেষ এবং সবচেয়ে বিরোধপূর্ণ শর্ত ছিল আইআরজিসির সন্ত্রাসী তকমা তুলে নেয়া। ওই চুক্তিতে অর্থনেতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে পারমাণবিক কর্মসূচির লাগাম টানার অঙ্গীকার করেছিল তেহরান। আইআরজিসিকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেন, পারমাণবিক চুক্তি আলোচনার কেন্দ্রে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার। এর বাইরে এ ব্যাপারে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ইরানের অন্যতম ক্ষমতাধর এক সামরিক সংস্থা। যা ইরানের ব্যবসায়িক রাজত্বের পাশাপাশি একটি এলিট ও সশস্ত্র গোয়েন্দা বাহিনী নিয়ন্ত্রণ করে।
/এসএইচ
Leave a reply