নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের নারী দলকে ১৪০ রানেই আটকে দিয়েছে বাংলাদেশের নারীরা। পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে এই রান তুলতে সক্ষম হয় ক্যারিবিয়ানরা।
নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই বে ওভালে টস জিতে ওয়েস্ট ইন্ডিজেকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন নিগার সুলতানা। প্রথম উইকেটে ২৯ রান তুলে ফেলে ক্যারিবিয়ানরা ভালো শুরুর ইঙ্গিত দিলেও জাহানার আলমের বলে ভাঙে সেই স্বপ্ন। ১৭ রান করে ফিরে যান দিয়েন্দ্রা দোতিন। ৪০ রানে আরেক ওপেনার হ্যালি ম্যাথিউসের উইকেট হারায় দলটি।
এরপর একে একে চলে যান স্টেফানি টেইলর, রাশাদা উইলিয়ামস, চিডিয়ান নেশান, আলিয়াহ অ্যালেইন ও চিনেল হেনরি। তবে এরপর প্রতিরোধ গড়েন শেমাইন ক্যাম্পবেল ও অ্যাফি ফ্লেচার। দুজনে মিলে গড়েন ৩২ রানের জু্টি। এরপর কারিশমা রামহারাককে নিয়ে ৩৬ রানের জুটি গড়েন ক্যাম্পবেল। শেষপর্যন্ত ৫৩ রানে অপরাজিত থাকেন ক্যাম্পবেল।
বাংলাদেশের হয়ে বোলিংয়ে উজ্জ্বল সালমা খাতুন ও নাহিদা আকতার। রান দেয়ায় কৃপণতা দেখিয়ে দুজনেই শিকার করেন দুইটি করে উইকেট। একটি করে উইকেট ঝুলিতে পুরেন জাহানারা আলম, রিতু মনি ও রুমানা আহমেদ।
জেডআই/
Leave a reply