রাশিয়ার প্রতিবেশী দেশে দ্বি-বার্ষিক মহড়া শুরু করলো ন্যাটো

|

ছবি: সংগৃহীত।

ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার অভিযানের মধ্যেই দ্বি-বার্ষিক মহড়া শুরু করলো পশ্চিমা সামরিক জোট- ন্যাটো। বৃহস্পতিবার (১৭ মার্চ) নরওয়েতে শুরু হওয়া প্রশিক্ষণ চলবে ১ এপ্রিল পর্যন্ত।

ন্যাটো জানায়, সামরিক এ মহড়ায় যোগ দিয়েছেন ইউরোপ এবং উত্তর আমেরিকার ২৫ সদস্য দেশের কমপক্ষে ৩০ হাজার সেনা। রয়েছে ২০০ যুদ্ধবিমান এবং ৫০টি রণতরী ও যুদ্ধজাহাজ। দু’সপ্তাহ ধরে নানা কসরত এবং প্রতিরক্ষা কৌশল দেখাবেন ন্যাটো সদস্যরা। খবর আল জাজিরার।

নরওয়ের সাথে ১২৪ মাইল দীর্ঘ রাশিয়ার স্থল সীমান্ত। চলমান যুদ্ধ পরিস্থিতিতে ন্যাটোর এই মহড়াকে হুমকি হিসেবে দেখা হচ্ছে।

এদিকে ইউক্রেনে চলছে টানা ২৩ তম দিনের মতো সংঘাত। বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, রুশ অভিযানে প্রাণ হারিয়েছেন ৭২৬ বেসামরিক নাগরিক। এ তালিকার ৫২ জনই শিশু।

জাতিসংঘের রাজনীতি বিষয়ক প্রধান রোজমেরি ডি কার্লোর মতে, প্রকৃত সংখ্যা এর তুলনায় বহুগুণ বেশি। কারণ, সংঘাতপূর্ণ এলাকাগুলোর তথ্যই সংগ্রহ করা যাচ্ছে না। এছাড়া, অবরূদ্ধ মারিওপোলে গণকবর দেয়া হয়েছে বাসিন্দাদের। সেখানে ঠিক কতজন মানুষের মৃত্যু হয়েছে তা গণনা করা সম্ভব হয়নি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply