রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ইউরোপে ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা বাড়ছে

|

ইউক্রেনে রুশ হামলার পরিপ্রেক্ষিতে ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা বাড়ছে। ইউরোপের বাজারে যুক্তরাষ্ট্রের ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা বেড়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন দেশের সরকার ও প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো মার্কিন সরকারের সঙ্গে দেনদরবার শুরু করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। জার্মানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে আগ্রহী। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে পোল্যান্ডের এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানায়, তার দেশ জরুরিভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক ‘রিপার ড্রোন’ কিনতে চায়।

এছাড়া, পূর্ব ইউরোপের কয়েকটি দেশ সম্ভাব্য রুশ হামলা থেকে নিজেদের রক্ষা করতে মার্কিন অস্ত্র কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে বিমানবিধ্বংসী ‘স্টিংগার’ ও ট্যাংকবিধ্বংসী ‘জ্যাভেলিন’ ক্ষেপণাস্ত্র।

পেন্টাগনের সহকারী প্রতিরক্ষাসচিব ম্যারা ক্যারলিন বলেছেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে ইউরোপের ভৌগলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply