রুশ আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ৬ বিদেশি সাংবাদিক

|

এএফপির ছবি।

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে এখনও পর্যন্ত ৬ জন বিদেশি সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন। জেনেভা ভিত্তিক প্রেস এমব্লেম ক্যাম্পেইন নামের একটি সংস্থা জানিয়েছে এ তথ্য।

সংস্থাটি বলছে, নিহতদের বেশিরভাগ কিয়েভ ও ইরপিন এলাকায় সংবাদ সংগ্রহ করছিলেন। রকেট হামলা বা গুলির আঘাতে নিহত হন তারা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। অপহরণের শিকার হয়েছেন আরও দুজন।

ইউক্রেনে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে শঙ্কা প্রকাশ করে দেশটিতে বিদেশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে তারা। একই সাথে, বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট, স্যাটেলাইট মোবাইল এবং প্রাথমিক চিকিৎসা সামগ্রী দ্রুত সরবরাহের তাগিদও দিয়েছে সংস্থাটি। তাদের হিসাব অনুসারে, বর্তমানে ইউক্রেনে কাজ করছেন অন্তত ৩ হাজার সংবাদকর্মী।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply