ফিকে হচ্ছে মধ্যবিত্তদের নিজ বাড়িতে মাথা গোঁজার স্বপ্ন

|

অস্বাভাবিক হারে বাড়ছে রডের দাম। এক মাসের ব্যবধানে টন প্রতি দাম বেড়েছে ১৫ থেকে ১৮ হাজার টাকা। পাল্লা দিয়ে বাড়েছে অন্যান্য নির্মাণ সামগ্রির দামও। এতে ফিকে হচ্ছে মধ্যবিত্তদের ফ্ল্যাট বাড়িতে মাথা গোঁজার স্বপ্ন। মিল মালিকরা বলছেন, দাম বৃদ্ধিতে কোনো কারসাজি নেই। আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়ছে স্থানীয় পর্যায়ে।

করোনার শুরু থেকেই দাম বাড়ছে রডের। তবে গেল একমাসে গুরত্বপূর্ণ এই নিমার্ণ পণ্যটির দাম বেড়েছে অস্বাভাবিক হারে। ৭৪ হাজার টাকার রড এখন বিক্রি হচ্ছে ৯২ হাজার টাকায়।

আবাসন শিল্প মালিকরা বলছেন, শুধু রডের দাম বৃদ্ধির কারণে প্রতি স্কয়ার ফুট ভবন নির্মাণে ব্যয় বেড়েছে প্রায় দেড় হাজার টাকা। এর ফলে, মধ্যবিত্তের পক্ষে ফ্ল্যাট কেনা অসম্ভব হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন রিহ্যাবের সহ-সভাপতি সোহেল রানা। তিনি বলছেন, ডলারের বিনিময় মূল্য এবং জাহাজ ভাড়া বেড়েছে। তবে এ জন্য কতটা দাম বৃদ্ধি যৌক্তিক তা খতিয়ে দেখার পরামর্শ তাদের।

রড তৈরির মূল উপকরণ স্ক্র্যাপ ও বিলেট। করোনার কারণে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে এ দুটি পণ্যের। উৎপাদনকাররী প্রতিষ্ঠান রি রোলিং মিলস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ মাসুদুল আলম মাসুদ বলছেন, রডের দাম বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করেছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ।

সংশ্লিষ্টরা বলছেন, রডসহ নির্মাণ সামগ্রীর দাম নিয়ন্ত্রণে আনা না গেলে, শুধু বাসাবাড়ি নয় সরকারের উন্নয়ন প্রকল্পও মুখ থুবড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply