আজ রাতে নয়, ৩য় ওয়ানডে খেলেই ফিরবেন সাকিব

|

ছবি: সংগৃহীত

পরিবারের পাশে থাকতে ঢাকায় ফেরার কথা শোনা গেলেও ৩য় ওয়ানডে খেলেই দেশে ফিরবেন সাকিব আল হাসান। খবরটি নিশ্চিত করেছে বিসিবি। জানানো হয়েছে, সাকিবকে ছুটি দেয়া হয়েছে। আজ সোমবার (২১ মার্চ) দেশে ফেরার কথা থাকলেও শেষ ম্যাচ খেলেই দেশে ফিরবেন তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন সাকিব আল হাসানের পরিবারের সবার অবস্থা স্থিতিশীল। তাই ৩য় ওয়ানডে খেলে দু’দিনের জন্য ঢাকা ঘুরে যাবেন তিনি। তবে সাকিব যখনই ফিরতে চান, তা নিয়ে কোনো আপত্তি নেই বিসিবির। সোমবার বিকেলে এমনটি জানিয়েছিলেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসানের মা, ছেলে ও দুই মেয়ে। তাদের চিকিৎসা চলছে। সাকিবের পারিবারিক সূত্রে জানা যায়, আগের দুই দিন অচেতন ছিলেন সাকিবের মা। এরপর তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সাকিবের ছেলে আইজাহ ও ছোট মেয়ে ইররাম নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাকিবের বড় মেয়ে আলাইনাও ঠান্ডা জ্বরে আক্রান্ত। তাদের সকলকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। এছাড়া সাকিবের শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। আগের থেকেই তার চিকিৎসা চলছে সম্মিলিত সামরিক হাসপাতালে।

আরও পড়ুন: আইপিএলে তাসকিনকে চায় লক্ষ্ণৌ, এখনই ছাড়বে না বিসিবি

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply