‘রাশিয়াকে সহায়তা করতে ইউক্রেনে ১৫০০০ সৈন্য পাঠাতে পারে বেলারুশ’

|

ছবি: সংগৃহীত।

রাশিয়াকে সহায়তা করতে ইউক্রেনে তিন ধাপে ১৫০০০ সৈন্য মোতায়েন করতে পারে বেলারুশ। এমন দাবি করেছেন ইউক্রেনের একজন শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা। খবর আল জাজিরার।

ইউক্রেনের নিরাপত্তা বিভাগের মেজর জেনারেল ভিক্টর ইয়াগুন টেলিভিশনে দেওয়া মন্তব্যে বলেছেন, বেলারুশ থেকে আক্রমণের সম্ভাবনা অনেক বেশি। তিনি আরও ধারণা করছেন, বেলারুশিয়ান বাহিনী ইউক্রেনের উত্তর-পশ্চিম ভোলিন অঞ্চলকে লক্ষ্যবস্তু করতে পারে। যেটি পোল্যান্ড এবং বেলারুশ উভয়ের সীমান্তবর্তী।

ইয়াগুন আরও দাবি করেছেন যে, গত ২৪ ফেব্রুয়ারি মস্কো আক্রমণ শুরু করার পর থেকেই বেলারুশের সামরিক বাহিনী রসদ ও অন্যান্য পণ্য সরবরাহে রাশিয়ান বাহিনীকে সহায়তা করছে।

আরও পড়ুন: ইউক্রেনীয়দের জন্য পদক নিলামে তুললেন নোবেলজয়ী রাশিয়ান

তিনি আরও বলেন, ইচ্ছা বা অনিচ্ছায় যা-ই হোক বেলারুশিয়ান বাহিনী এরইমধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে। এর আগে তিনি বলেছিলেন, বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কো আর তার দেশের সেনাবাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন না। বেলারুশের কমান্ডিং অফিসাররা রাশিয়া দ্বারা পরিচালিত।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply