আজ সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় ও দ্বিতীয়টিতে হারে সমতায় রয়েছে। সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে শেষ ওয়ানডে খেলতে সেঞ্চুরিয়ানে ফের মুখোমুখি হচ্ছে তামিম-সাকিবরা। দিবারাত্রির সিরিজ নির্ধারণী ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

আজ তৃতীয় ও শেষ ওডিআই অলিখিত ফাইনাল। যারা জিতবে সিরিজ তাদের। রানপ্রসবা সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশের ৩১৪ এবং ৩৮ রানের অভূতপূর্ব জয়ের স্মৃতি এখনো সুরভি ছড়াচ্ছে। দক্ষিণ আফ্রিকায় ২০ বছরের খরা ঘুচিয়ে প্রথম জয়ের অনাবিল আনন্দ অনুপ্রেরণা হতে পারে বাংলাদেশের জন্য। প্রথম ম্যাচ জেতা যদি সম্ভব হয়, তাহলে সিরিজ নয় কেন?

দক্ষিণ আফ্রিকাকে তাদের উঠোনে হারানো যে সম্ভব, সেটি সফরের শুরুতেই দেখিয়ে দিয়েছে বাংলাদেশ। সাকিবের ৭৭ রানের রোদেলা ব্যাটিং, তাসকিনের তিন ও মিরাজের চার উইকেট- এসব কিছুই এখন ‘তিন সত্যি’।

২০২১-এর শুরুর পর থেকে এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সময়টা কাটছে ভালো-মন্দে। এই সময়ে ১৫ ওডিআই খেলে জয় তাদের সাতটি। ছয়টি হার। দুই ম্যাচ অনিষ্পত্তি থাকে। তার মানে, দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠে আবারও হারানো বাংলাদেশের জন্য কঠিন, অসম্ভব নয়।

আজ বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে। এই ম্যাচ খেলেই ফিরে আসতে পারেন সাকিব। তার পরিবারের কয়েকজন সদস্য অসুস্থ। ব্যাটিংয়ে লিটন দাস, ইয়াসির আলী ও আফিফ হোসেনের সঙ্গে তামিম, সাকিব এবং মুশফিকুর ও মাহমুদউল্লাহর কাছ থেকে চাওয়ার আছে অনেক। বোলিংয়ে তাসকিন আহমেদের গতি শুরুতে দলের জন্য বড় সহায়। মোস্তাফিজুর রহমান নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও শেষের ওভারগুলোতে অধিনায়কের জন্য বড় ভরসা তিনি। শরীফুল ইসলাম পেস বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করেছেন। মেহেদী হাসান মিরাজ একজন যোগ্য অলরাউন্ডার হয়ে উঠছেন। আর সাকিব তো আছেনই। পরিবারের দুর্যোগের সময়ও দলের সঙ্গে থেকে সিরিজ জেতার আকাঙ্ক্ষা তার পেশাদারিত্বের পরিচয় বহন করে। তার জন্য হলেও তামিমরা চাইবেন এই ম্যাচে নিজেদের নিংড়ে দিতে।

নিজেদের টপঅর্ডার নিয়ে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলেন, আমরা যদি প্রথম ১০ ওভার ওদের বোলারদের ভালোভাবে সামলাতে পারি, বেশি উইকেট না দিই, তাহলে ইনিংসের মাঝামাঝিতে অবশ্যই ভালো রান করতে পারবো।

এদিকে, দক্ষিণ আফ্রিকা শিবির স্বস্তিতে নেই। হ্যামস্ট্রিং ইনজুরি এই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে ওয়েন পারনেলকে। অধিনায়ক টেম্বা বাভুমার হাতের চোটও স্বাগতিকদের জন্য উদ্বেগের কারণ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply