বাংলাদেশের কাছে সিরিজ হেরে আইপিএলকে দুষলেন বাভুমা!

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশের কাছে নিজেদের মাটিতে সিরিজ হারে পর প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বলেছেন, আমি জানি না আইপিএলের কারণেই খেলোয়াড়দের মনোসংযোগে ব্যাঘাত ঘটেছে কিনা; অবশ্য সেটা তারাই ভালো বলতে পারবে। তাদের নিজেদের আত্মজিজ্ঞাসার সম্মুখীন করা উচিত।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), যেখানে খেলতে যাচ্ছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ডেভিড মিলারসহ বেশ কয়েকজন প্রোটিয়া খেলোয়াড়। আইপিএল খেলতে যাবেন বলে এই খেলোয়াড়েরা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন। এরকম পরিস্থিতিতে বাভুমা বলেন, আমাদের খেলোয়াড়দের মনঃসংযোগে ব্যাঘাত ঘটেছে কিসে, তা আমাদের খুঁজে বের করতে হবে।

আগামী বিশ্বকাপে খেলতে পারবে কিনা দক্ষিণ আফ্রিকা, উঠে এসেছে সেই প্রশ্ন। টেম্বা বাভুমা সে প্রসঙ্গে বলেন, সুপার লিগ নিয়ে এখন আমাদের ভাবতে হবে। বিশ্বকাপে কোয়ালিফাই করতে চাই আমরা। ভারতের বিপক্ষে কয়েক ধাপ এগোনোর পর এই সিরিজে পিছিয়েছি কয়েক ধাপ। তবে আমরা আশাবাদী, আমাদের পক্ষে এখনো প্রয়োজনীয় পয়েন্ট পাওয়া সম্ভব।

আরও পড়ুন: বাংলাদেশ সিরিজ নয়, প্রোটিয়া তারকারা খেলবেন আইপিএল

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply