স্টাফ রিপোর্টার, নওগাঁ:
নওগাঁর মাতাজি পয়নারী ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
বুধবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাতাজিহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, দুর্ঘটনা কবলিত বাসের চালক বদলগাছী উপজেলার সোয়াসা গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুর রশিদ (৩৭), একই গ্রামের জিতু পাহানের ছেলে গিরিজ পাহান (৩৫)। পরে নওগাঁ সদর হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে, তবে শিশুটির পরিচয় জানা যায়নি।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন বলেন, একটি যাত্রীবাহী বাস নজিপুর থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। এ সময় মাতাজিহাটের কাছাকাছি পয়নারী ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের চালকসহ তিনজন নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: শরীয়তপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
ইউএইচ/
Leave a reply