কুকুরের ঘেউ ঘেউ চিৎকারে বিরক্ত হয়ে মালিককে হত্যা

|

ঘেউ ঘেউ করছিল কুকুর। কিন্তু তা সহ্য করতে না পেরে পোষা কুকুরের মালিককে হত্যা করেছে ভারতের ১৭ বছর বয়সী এক কিশোর। খবর এনডিটিভির।

দিল্লির নাজাফগড়ে গত শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। নিহত ব্যক্তির নাম অশোক কুমার। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কুকুরের ঘেউ ঘেউ চিৎকারে বিরক্ত হয়ে এক কিশোর ওই কুকুরটিকে মালিকের উপস্থিতিতেই মারধর শুরু করে। এ নিয়ে অভিযুক্ত কিশোরের সঙ্গে ঝগড়া শুরু হয় অশোক কুমারের। ঝগড়ার একপর্যায়ে লোহার রড দিয়ে বৃদ্ধ অশোক কুমারকে আঘাত করে ওই কিশোর।

নিহতের স্ত্রী মীনা পুলিশকে বলেন, আমার স্বামী কুকুরটিকে উদ্ধার করার চেষ্টা করছিলেন। কিন্তু ওই ক্ষুব্ধ কিশোর তাকে আক্রমণ করে বসে। এমনকি আমাদের বাড়ির ভেতরে ঢুকে সে মারধর করতে থাকে।

পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর অশোক কুমার অজ্ঞান হয়ে পড়েন। তাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গত রোববার তিনি মারা যান। এ ঘটনায় অশোক কুমারের স্ত্রী মীনা একটি হত্যা মামলা করেছেন। অভিযুক্ত কিশোরকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply