ইউরোপীয়রা গ্যাস নিলে রাশিয়ান মুদ্রায় মূল্য পরিশোধ করতে হবে: পুতিন

|

ছবি: সংগৃহীত।

ইউরোপীয় দেশগুলো যদি রাশিয়া থেকে জ্বালানি কেনে তাহলে তাদের রাশিয়ান মুদ্রা রুবলে মূল্য পরিশোধ করতে হবে। বুধবার (২৩ মার্চ) রুশ মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে একথা জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন নিশ্চিত করেন, বাজারের সাথে সমন্বয় করেই জ্বালানি সরবরাহ অব্যাহত রাখবে রাশিয়া। তবে, দাম পরিশোধ করতে হবে রুশ মুদ্রার মাধ্যমে। মিত্র দেশগুলোর ক্ষেত্রে এ ঘোষণা কার্যকর হবে না- এমনটাও জানান পুতিন। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

এক সপ্তাহের মধ্যেই রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংককে এই অর্থ ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন পুতিন। বলেছেন, এই ব্যবস্থা অবশ্যই ‘স্বচ্ছ’ হতে হবে।

আরও পড়ুন: ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদে পুতিনের বিশেষ দূতের পদত্যাগ

পুতিনের এমন ঘোষণার পরপরই ডলারের বিপরীতে বেড়েছে রুবলের দাম। এদিকে, ইউরোপের বাজারে পাইকারি গ্যাসের মূল্যও বেড়েছে প্রায় ৩০ শতাংশ। মস্কোর এ সিদ্ধান্তকে চুক্তির লঙ্ঘন বলছে জার্মানিসহ ইউরোপের ক্রেতা দেশগুলো। তথ্য বলছে, ইউরোপের মোট জ্বালানি চাহিদার প্রায় ৪০ শতাংশের যোগানদাতা রাশিয়া।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply