ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এ অঘটনের মুখ দেখেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ও প্রাইম ব্যাংক। নাঈম ইসলামের ব্যাট ও মাশরাফী বিন মোর্ত্তজার বোলিংয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে ১৪ রানে হেরেছে আবাহনী। আর প্রাইম ব্যাংককে ৭ উইকেটে হারিয়েছে খেলাঘর।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে নাইম ইসলামের সেঞ্চুরিতে ২৯৭ রানের বড় সংগ্রহ পায় লিজেন্ডস অব রুপগঞ্জ। ১২৪ রানের ইনিংস খেলেন নাঈম ইসলাম। আর ৪৯ রান আসে চিরাগ জানির ব্যাট থেকে। জবাবে ২৮৩ রানে থামে আবাহনীর ইনিংস। তৌহিদ হৃদয় ৭৪ ও মোসাদ্দেক সৈকত করেন ৬৬ রান। তিন উইকেট নিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা।
অপর ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে খেলাঘর। টস হেরে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি প্রাইম ব্যাংক। অভিমানু ও নাসির হোসেনের চল্লিশোর্ধ্ব দু’টি ইনিংসে ২৪৯ রানের পুঁজি পায় ক্লাবটি। জবাবে ওপেনার পিনাক ঘোষের ৬৮ রানের ইনিংসে দারুন শুরু পায় খেলাঘর। এরপর অমিত হাসানের ৮৫ ও সালমানের ৫৩ রানে ভর করে ৭ উইকেটের সহজ জয় নিশ্চিত করে ক্লাবটি।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাসহ বিশ্ব গণমাধ্যমে টাইগার বন্দনা
জেডআই/
Leave a reply