ইউক্রেনের বিভিন্ন স্থানে পড়ে আছে রাশিয়ান সেনাদের মরদেহ। আর এসব মৃত সেনাদের মরদেহ উদ্ধার করছে না রুশ বাহিনী। অনেক মরদেহে পচন ধরেছে। এতে করে সেখানকার পরিবেশ দূষিত হচ্ছে। সিএনএন’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নিহত সেনাদের আর রাশিয়ার প্রয়োজন নেই। তাই তাদের নিয়ে যাচ্ছে না। এতে করে পরিবেশ হুমকিতে পড়েছে। নিহত সেনাদের মরদেহ সংরক্ষণের জন্য ১০টি বিশাল রেলরোড রেফ্রিজারেটর নিয়ে আসা হয়েছিল। কিন্তু যুদ্ধের কারণে সেগুলো অনেক দেরিতে এসেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, যেসব জায়গায় বড় ধরনের যুদ্ধ হয়েছে, সেখানে রুশ সেনাদের মরদেহ আমাদের প্রতিরক্ষা লাইনে স্তূপ করা রয়েছে। কেউ এই মরদেহ উদ্ধার করছে না।
প্রসঙ্গত, ইউক্রেনে রুশ সেনারা সামরিক অভিযান শুরু করে গত ২৪ ফেব্রুয়ারি। এই যুদ্ধে ১৫ হাজার ৮০০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রাশিয়া এই তথ্য প্রকাশ করছে না।
/এনএএস
Leave a reply