কেমন ছিল টাইগারদের জয় উদযাপন? (ভিডিও)

|

জয় পেলেই টাইগারদের ড্রেসিংরুমের চেহারা পায় ভিন্ন মাত্র। যেখানে দলের সকলে মেতে ওঠেন নাচে-গানে। ম্যাচ শেষে মাঠে দর্শকদের সঙ্গে উদযাপন করতে ভুল করেন না টাইগাররা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের পরও ঘুরে ঘুরে সেঞ্চুরিয়নে উপস্থিত সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন খেলোয়াড়রা। সমর্থকদের মূল আকর্ষণে ছিলেন তাসকিন আহমেদ। বাংলাদেশি এই পেসারও দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে ভুলেননি।

সবকিছু শেষে ড্রেসিংরুমে চিরাচরিত গানে গলা ফাটিয়েছেন টাইগাররা। অ্যালেন ডোনাল্ডের জন্য নতুন হলেও ডোমিঙ্গো খাপ খাইয়ে নিয়েছেন। অবশ্য ডোনাল্ডও উপভোগ করেছেন সাকিব-তামিমদের জয়ের উৎসব।

টিম হোটেলে আসার পরও থামেনি জয়ের উচ্ছ্বাস। স্বাগতিকদের বিপক্ষে জয়ের পর সেদেশেরই হোটেলের কর্মীরা টাইগারদের স্বাগত জানিয়েছেন নেচে-গেয়ে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply