লুঙ্গি পরে, খালি পায়ে স্কুলে যেতাম: যুগ্ম সচিব নুরুল হক

|

জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব এ জেড নুরুল হক বলেছেন, আমি লুঙ্গি পরে, খালি পায়ে স্কুলে যেতাম। আধুনিকতার স্পর্শ আমরা পাইনি। বিসিএসে আমাদের ব্যাচে ৩০০ জনের মতো উত্তীর্ণ হয়েছে। অর্ধেকই গ্রামের ছেলে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে কুলাউড়া উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম জাগ্রত করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। শিক্ষক ও গুরুজনদের সর্বদা সম্মান করতে হব।

সংবর্ধনা অনুষ্ঠানে আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির নবাগত ২৩৪ জন শিক্ষার্থীকে বরণ ও ২০২১ সালের এইচএসসি উত্তীর্ণ ৮৭ জন মেধাবী শিক্ষার্থীকে বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক দেয়া হয়। অনুষ্ঠান শেষে কুলাউড়া উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এ জড এম নুরুল হক। এ সময় মৌলভীবাজার ২ আসনের সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply