আফগানিস্তানের পর আকস্মিক ভারত সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী

|

ছবি: সংগৃহীত।

আফগানিস্তান সফরের পর কোনো পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎই ভারত সফর করলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুক্রবার (২৫ মার্চ) দিল্লিতে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

২০২০ সালে লাদাখ সীমান্তে দু’দেশের সেনাদের মধ্যে প্রাণঘাতি সংঘাতের পর এই প্রথম চীনের শীর্ষ কোনো প্রতিনিধির ভারত সফর। সৌজন্য সাক্ষাতের পাশাপাশি দুই দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। তবে সেখানে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানানো হয়নি।

গণমাধ্যমের ধরণা, সীমান্ত থেকে সেনা প্রত্যাহার ও দু’দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের ওপর জোর দিয়েছেন তারা। নিজেদের মধ্যে বিরোধ থাকলেও, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার পক্ষে একই অবস্থান নিয়েছে চীন ও ভারত।

আরও পড়ুন: রাশিয়া জি-২০ জোটে না থাকলে ভয়ানক কিছুই ঘটবে না: পেসকভ

এর আগে, বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল সফর করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। তার আগে গত সোম ও মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply