‘পাকিস্তানি ভাবধারার শিক্ষাব্যবস্থা বদলাতে কাজ করছে সরকার’

|

সরকার পাকিস্তানি ভাবধারার শিক্ষা ব্যবস্থাকে বদলে মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২৫ মার্চ) বিকালে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় শিক্ষামন্ত্রী বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে নয়, আওয়ামী লীগকেই ভোট দেবে সাধারণ জনগণ। আর দেশের মানুষ হিসাব করেই ভালো সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেছেন তিনি।

ডা. দীপু মনি বলেন, ২৫ মার্চ গণহত্যা চালিয়েও শত্রুরা জাতিকে দমাতে পারেনি। বাঙালি জাতি এখন উন্নয়নের শিখরে অবস্থান করছে। আর বিএনপি দুর্নীতিবাজ ও ইতিহাসবিকৃতিকারী দল হিসেবেই বেশি পরিচিত বলেও মন্তব্য করেন তিনি। আর আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply