‘আনসার ব্যাটালিয়ন আইন-২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
খসড়ায় আইনে বিদ্রোহ, বিদ্রোহে যোগদান, প্ররোচনা বা ষড়যন্ত্রে লিপ্ত থাকলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন ৫ বছরের সাজার বিধান রাখা হয়েছে। খসড়া আইনে বলা হয়েছে, বাহিনীটির সদস্যরা রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না। গণমাধ্যমে কোনো তথ্য দিতে পারবেন না।
মন্ত্রিপরিষদ সভা শেষে সোমবার (২৮ মার্চ) বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে করোনার কারণে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হতেন, তবে এদিন তিনি সশরীরে উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বাহিনীটির বিশেষ ট্রাইব্যুনালে আইন অমান্যকারী সদস্যদের বিচার হবে। আনসার বাহিনীর মহাপরিচালক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তিন জনের বিশেষ আদালত গঠন করতে পারবে।
/এমএন
Leave a reply