মাগরিবের সময় ফজরের আজান দিয়ে বিপাকে ইমরান সমর্থক গায়ক

|

ছবি: সংগৃহীত

ক্ষমতা নিয়ে বিপাকে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এমন সময়ে রোববার (২৭ মার্চ) এক রাজনৈতিক সমাবেশ ডেকেছিলেন তিনি। সমাবেশ চলার একপর্যায়ে মাগরিবের আজানের সময় হয়। এসময় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমাবেশ থামিয়ে আজান দেন গায়ক আবরার-উল-হক। কিন্তু ভুল করে মাগরিবেরর সময় ফজরের আজান দিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন তিনি।

জিও টিভির প্রতিবেদনে বলা হয়, আবরার-উল-হক পাকিস্তানের ক্ষমতাসীন পিটিআইয়ের একজন সদস্য। সমাবেশের একটি ভিডিওতে দেখা যায়, মাগরিবের সময় আজান দিচ্ছেন আবরার। কিন্তু তিনি ভুলক্রমে ‘হাইয়া আলাল ফালা’র পর ‘আসসালাতু খায়রুম মিনান নাউম’ বলে বসেন। ‘আসসালাতু খায়রুম মিনান নাউম’ এই বাক্যটি কেবল ফজরের আজানের জন্য নির্ধারিত।

র‍্যালিতে অংশ নেয়া ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে ত্রুটিটি খেয়াল করে হট্টগোল শুরু করে। ফলে মাঝপথে আজান বন্ধ হয়ে যায় এবং সিনেটর ফয়সাল জাভেদ আবারও আজান দেন।

অনেকেই আবার মাগরিবের আজানের সময় ফজরের আজান দেয়ার বিষয়টি ভিন্নভাবে নিচ্ছেন। তারা দাবি করছেন, পিটিআইয়ের সমাবেশে লাইভ নয় বরং রেকর্ডিং আজান বাজানো হয়েছিল।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply