ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসরায়েল এবং আরব দেশগুলোর সাথে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
সোমবার (২৮ মার্চ) ইসরাইলের নেগেভ মরুভূমির একটি অবকাশ যাপনকেন্দ্রে দুই দিনের এই বৈঠক শেষ হয়। আরব দেশগুলোর মধ্যে ছিলেন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিসর এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীরা। অন্যদিকে ইসরায়েলের প্রতিনিধি হিসেবে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ।
আরও পড়ুন: নাগরিকদের ইউক্রেনের যুদ্ধে যোগ না দিতে ইইউভুক্ত ৭ দেশের আহ্বান
বৈঠকে ইসরাইল ও আরব দেশগুলোর পক্ষ থেকে ইরানের সাথে চলমান পারমাণু আলোচনার বিষয়ে শঙ্কা প্রকাশ করা হয়। দাবি করা হয়, এর ফলে ইরান ও তার সমর্থিত সশস্ত্র দলগুলো শক্তিশালী হয়ে উঠবে। বৈঠকে জর্ডানকে আমন্ত্রণ জানানো হলেও তা প্রত্যাখান করে দেশটি।
আরও পড়ুন: তুরস্কের মধ্যস্ততায় যে সিদ্ধান্তে আসলো রাশিয়া ও ইউক্রেন
জেডআই/
Leave a reply